গাড়ি মেরামতে, আজ বের হচ্ছেন না খালেদা জিয়া
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে আজ প্রচারে বের হচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সংশ্লিষ্টরা জানান, খালেদা জিয়া ও তাঁর নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো মেরামত করতে পাঠানো হয়েছে। তাই গাড়িসংকটের কারণে তিনি প্রচারে বের হচ্ছেন না।
বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের তিনদিনের হামলায় বিএনপির চেয়ারপারসনের গাড়িসহ নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতে দেওয়া হয়েছে। এখনো সারানোর কাজ শেষ হয়নি। এ কারণে খালেদা জিয়া আজ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে বের হচ্ছেন না।
ঢাকায় বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে গত শনিবার থেকে প্রচারে নেমেছিলেন খালেদা জিয়া। গত সোম, মঙ্গল ও বুধবার রাজধানী কারওয়ান বাজার, ফকিরাপুল ও বাংলামোটর এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
গত সোমবার কারওয়ান বাজারে পল্লী ভবনের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় তাঁর নিরাপত্তাকর্মীদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরদিন সেই গাড়িগুলো নিয়েই প্রচারে নামেন খালেদা জিয়া। ফকিরাপুল এলাকায় তাঁর গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
গতকাল বুধবার বিকেলে পঞ্চম দিনের মতো নির্বাচনী গণসংযোগে বের হলে বাংলামোটর এলাকায় কনকর্ড টাওয়ারের সামনে ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।