কোন দল হামলা করেছে জানি না : আনিসুল হক
খালেদা জিয়ার ওপর কোন দলের লোকজন হামলা করছে, সে বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সরকার সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। আজ শুক্রবার রাজধানীর উত্তরায় প্রচার চালানোর সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আনিসুল হক বলেন, ‘এটা যারা করেছে, তারা খুবই অন্যায় কাজ করেছে। এটা কোন দল করেছে, আমি জানি না। কিন্তু পরোক্ষভাবে আমাকে অনেকে বলেছেন, এটা সরকারপক্ষের দল করেছে। আমি মনে করি, এতে আমার ভোটের জন্য একটু বিরূপ প্রভাব পড়তে পারে।’
কিন্তু ব্যক্তিগত ভাবমূর্তি ভোটারদের তাঁর পক্ষে প্রভাবিত করবে বলে দাবি করেন এই মেয়র পদপ্রার্থী। তিনি বলেন, ‘২৫-৩০ বছর ধরে মানুষ আমাকে চেনে। অনেক কিছুর সঙ্গেই আমি কম্প্রোমাইজ করি না। মেয়র পদের জন্য কম্প্রোমাইজ করে বলব, এটা-ওটা আমি কখনো করিনি, ভবিষ্যতেও করব না।’
urgentPhoto
আগামী ২৮ এপ্রিল ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে আগামী রোববার মধ্যরাত পর্যন্তই প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।
ফেললেও ব্যক্তিগত ভাবমূর্তি ভোটারদের তাঁর পক্ষে প্রভাবিত করবে, এমন দাবি উত্তরের সরকার সমর্থিত প্রার্থী আনিসুল হকের।
ঢাকা উত্তরের সরকার সমর্থিত প্রার্থী আনিসুল হক শুক্রবার সকালে যোগ দেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি, উত্তরা শাখার, আলেম ওলাম সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে। এ সময় তিনি কথা বলেন খালেদা জিয়ার ওপর হামলা, মন্ত্রীদের খালেদা জিয়াকেই দোষারোপ ও ভোটে এর প্রভাব প্রসঙ্গে।