কুয়াকাটায় শতাধিক জেলেসহ ১২টি ট্রলার নিখোঁজ
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরের ১২টি মাছধরা ট্রলারসহ শতাধিক জেলে নিখোঁজ রয়েছেন।
আলীপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আনসার মোল্লা জানান, আজ বুধবার সকাল থেকেই এসব জেলেদের কোনো হদিস মিলছে না।
আনসার মোল্লা আরো জানান, ট্রলারগুলো পাঁচ-ছয়দিন আগে সাগরে মাছ ধরতে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল মঙ্গলবার রাতে তারা সুন্দরবনের ফেয়ার ওয়ে বয়া এলাকার কাছে অবস্থান করছিল। তবে আজ সকাল থেকে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে এফবি মালিহা, এফবি সালেহা, এফবি মা-মনি, এফবি মায়ের দোয়া, এফবি ফারজি, এফবি শুকতারা, এফবি জাহানারা, এফবি তামান্না নামের সাতটি ট্রলারের নাম জানা গেছে। ট্রলারগুলো জলদস্যুদের কবলে পড়েছে নাকি বিরূপ আবহাওয়ার কারণে নেটওয়ার্কের বাইরে চলে গেছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।
মহিপুর কোস্টগার্ড ক্যাম্পের চিফ পেটি অফিসার আলিম জানান, এখন পর্যন্ত ট্রলার নিখোঁজের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।