পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ২
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন।
আজ বুধবার বিকেলে উপজেলার তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের তাহিরুল ইসলামের ছেলে আজিমুল ইসলাম (২৫) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে শাহরিয়ার (৯)।
তীরনইহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন জানান, ওই গ্রামের একটি পুকুরে হতাহতরা মাছ ধরছিল। তখন হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে আজিমুল ও শাহরিয়ার ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় একই গ্রামের সোবহানের ছেলে আলাল, আলালের ছেলে রুবেল ও প্রতিবেশী শাকিল।
তীরনইহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলামও বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।