ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি
রানা প্লাজা ধসে নিহত আহত শ্রমিকদের পরিবারকে সারা জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও ভবন মালিক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ শুক্রবার বিকেলে সাভারে ধসে পড়া ভবনের জায়গায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
এ সময় গার্মেন্টস শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মন্টু ঘোষ, শ্রমিক ট্রেড ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, ক্ষেতমজুর নেতা আজম খান প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ‘আজ রানা প্লাজা ধসের দুই বছর পূর্তি হলো। এখন পর্যন্ত ভবনধসের সাথে জড়িতদের বিচার করেনি সরকার। আইনের ফাঁকফোকর গলিয়ে জড়িতদের অনেকেই আইনের আওতায় আসেনি। যারাও এসেছে তাদের অনেকে জামিন নিয়ে গা ঢাকা দিয়েছে। অবিলম্বে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন শ্রমিক নেতারা। এদিকে আজ ছুটির দিন হওয়ায় রানা প্লাজার সামনে ভিড় করে দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষসহ শিশুরা। রানা প্লাজার সামনে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজা ধসে মারা যান এক হাজার ১৩৭ জন শ্রমিক। আহত হন অনেকে।