টাইগারদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার অভিনন্দন
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ ম্যাচে সফরকারী পাকিস্তান দলকে সাত উইকেটে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলাদেশের এই অবিস্মরণীয় বিজয়ের পরপরই রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এই অসামান্য সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
এক অভিনন্দনবার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোপূর্বে তিন ম্যাচের ওডিআই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এ বিজয় বাংলাদেশ ক্রিকেট দলের পেশাদারিত্ব ও সামর্থ্যকে বিশ্বের বুকে নতুনভাবে প্রতিভাত করেছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল দৃঢ়তার সঙ্গে সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বিজয়ের উল্লাসে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল অসাধারণ নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে সবগুলো ম্যাচে জয়লাভ করেছে। আশা করি, এভাবেই বাংলাদেশ দল ক্রিকেটাঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করে রাখবে।’