খালেদা জিয়াকে নিক’র চিঠি, গাড়িবহর নিয়ে প্রচারে মানা
গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচার না চালানোর নির্দেশ দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (নিক)। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ চিঠি পাঠান।
এ বিষয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন এনটিভি অনলাইনকে বলেন, ‘যেহেতু চিঠিটি সরাসরি ম্যাডামের নামে, তাই আমরা চিঠিটি নয়াপল্টনে না রেখে গুলশানে চেয়ারপরসনের রাজনৈতিক কার্যালয়ে দিতে বলেছি।’
বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেন, ‘আমরা শুনেছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, আমরা এখনো সেটা হাতে পাইনি। পেলে জানানো হবে।’
আচরণবিধি অনুসারে খালেদা জিয়া গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন । কমিশন এ বিষয়ে নির্দেশনা দিয়ে ঢাকার দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠিও পাঠিয়েছিল।