অভিযোগ দেওয়া বিএনপির পুরনো অভ্যাস : সেতুমন্ত্রী
ভোট গণনার আগমুহূর্ত পর্যন্ত অভিযোগ দেওয়া বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। তিনি বলেন, ‘গত সিটি করপোরেশন নির্বাচনেও তারা অভিযোগ দিয়েছিল। কিন্তু তারা পাঁচটি সিটি করপোরেশনে জয়লাভ করছিল, দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছিল। তখনও তারা বিভিন্ন অভিযোগ দিয়েছিল।
ওবায়দুল কাদের আজ শনিবার সকালে চট্টগ্রাম থেকে সড়ক পথে ফেনী আসেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া সেতুর উদ্বোধন ও ফোর লেইনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ভোটের সময় সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বিষয়। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আর খালেদা জিয়ার প্রচারের ব্ষিয়ের সিদ্ধান্ত নির্বাচন আচরণবিধির অংশ। এটিও সরকারের সিদ্ধান্তের কোনো ব্যাপার নয়।
ঢাকা ও চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলাসহ সংশ্লিষ্ট সব বিভাগ নির্বাচন কমিশনের অধীনে থাকে। তাই এ বিষয়গুলো তদন্ত ও খতিয়ে দেখবে নির্বাচন কমিশন।
এ সময় সেতুমন্ত্রীর সাথে ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হকসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।