ঢাকায় হেলে পড়েছে ৬ ভবন
ভূমিকম্পে ঢাকায় অন্তত ছয়টি ভবন হেলে পড়েছে। বেশ কয়েকটিতে ফাটল দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
আজ শনিবার দুপুরে বাংলাদেশে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। ফায়ার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার সরকার এনটিভি অনলাইনকে বলেন, ঢাকা ও এর আশপাশের বেশ কয়েকটি ভবনে ফাটল ও হেলে পড়ার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে দুটি ও কেরানীগঞ্জে একটি ভবন হেলে পড়েছে। তবে এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
ভজন কুমার সরকার জানান, রাজধানীর নবাবপুরে পুলিশফাঁড়ির পাশে নয়তলা ভবন হেলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া লালবাগের ইসলামবাগের ছয়তলা ভবন, মোহাম্মদপুরে আশা টাওয়ার, বনানীর ইফাত টাওয়ার, মিরপুর-১ নম্বরের মাজার রোডে ডায়মন্ড গার্মেন্টস হেলে পড়েছে।
কেরানীগঞ্জের আগানগরে ভবন হেলে পড়ার খবর জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এ ছাড়া বঙ্গবাজার আলাউদ্দিন টাওয়ারসহ বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানান তিনি।
হেলে পড়ায় ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হবে কি না, জানতে চাইলে ভজন কুমার সরকার বলেন, ‘ভবনগুলো সামান্য পরিমাণে হেলে পড়েছে, এতে প্রাথমিকভাবে অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবু এ বিষয়ে আমরা পর্যবেক্ষণে যাব। আমাদের ইঞ্জিনিয়ার টিম আছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আছে, তারা এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে সঠিক সিদ্ধান্তের কথা জানা যাবে।’
এ ছাড়া রাজশাহী, ময়মনসিংহ, গোপালগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে বলে ভজন জানান।
আজ শনিবার দুপুর ১২টা ১১ মিনিটে ও ১২টা ৪৫ মিনিটে দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকায় আতঙ্কে বাড়িঘর, বহুতল ভবন ও অফিস থেকে মানুষজন রাস্তায় নেমে আসে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের লামজুং এ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮ মাত্রার। ঢাকার আগারগাঁও ভূপর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৭৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বলে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।