প্রবীণ সাংবাদিক কাজী আমান উল্লাহ আর নেই
খুলনার প্রবীণ সাংবাদিক কাজী আমান উল্লাহ (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রোববার দিবাগত রাতে খুলনার একটি হাসপাতালে মারা যান তিনি।
সাংবাদিক আমান উল্লাহ খুলনা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য ট্রিবিউনের বার্তা সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি নিউএজ পত্রিকার খুলনা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ আসর খুলনা সদরের টুটপাড়া জামে মসজিদে মরহুম আমান উল্লাহর জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে তাঁর মেয়ে রিতা আক্তার এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম জানান, খুলনার অন্যতম এই প্রবীণ সাংবাদিক গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। গতকাল মধ্যরাতে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মরহুম কাজী আমান উল্লাহ সত্তরের দশকে সাংবাদিকতায় প্রবেশ করেন। পরে আশির দশকে খুলনা থেকে ইংরেজি দৈনিক দ্য ট্রিবিউন প্রকাশ হলে তখন থেকে তিনি বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। নিউএজের খুলনা প্রতিনিধির আগে তিনি ডেইলি স্টার ও ইউএনবির খুলনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
কাজী আমান উল্লাহর মৃত্যুর খবর শুনে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।