হবিগঞ্জে ৭ মাসের শিশু খুন, মাসহ আটক ৩
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাত মাস বয়সী শিশু ইফা আক্তারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে শিশুটির বড় বোন সাড়ে তিন বছর বয়সী রিপা আক্তারকে গুরুতর জখম করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার জারুলিয়া গ্রামের লিটন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
হতাহত শিশুরা লিটন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে তিনি পলাতক। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুদের মা মিলন বেগম, দাদি খুদেজা বেগম ও প্রতিবেশী মোর্তুজ আলীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতের কোনো এক সময় জারুলিয়া গ্রামের লিটন মিয়ার মেয়ে ইফা আক্তারকে কুপিয়ে হত্যা করা হয় এবং রিপা আক্তারকে জখম করা হয়। সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ইফার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মা মিলন বেগম দাবি করেন, মাছ ধরা নিয়ে গ্রামের সোহেল মিয়ার সঙ্গে তাঁদের বিরোধ সৃষ্টি হয়েছে। এর জের ধরে রোববার দিবাগত রাতে সোহেল ও তাঁর লোকজন রাতে তাঁদের ঘরে ঢুকে ইফাকে কুপিয়ে হত্যা করে এবং রিপা আক্তার গুরুতর আহত করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনার পর থেকে শিশুর বাবা লিটন মিয়া পলাতক। প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে ধারণা করছেন তিনি।
ওসি জানান, সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা, দাদি এবং এক প্রতিবেশীকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডটি রহস্যজনক।
এদিকে গুরুতর আহত শিশু রিফা আক্তারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।