নেপালে গেল ত্রাণ ও চিকিৎসাদল
বাংলাদেশ ভূমিকম্পকবলিত নেপালের বন্ধুপ্রতিম জনগণের সহায়তায় ছয়টি চিকিৎসাদল ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠিয়েছে। হিমালয় দুহিতা নেপালে গতকাল শনিবার এ ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ একটি কার্গোবিমান আজ রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী আজ বাসসকে এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও বিমানবাহিনীর ক্রুসহ ৩৪ সদস্যের এ টিম পরিবাহী বিমানে রয়েছে ওষুধ, তাঁবু, শুকনা খাবার, পানি, কম্বলসহ অন্যান্য ত্রাণসামগ্রী।
ত্রাণসামগ্রী বিতরণের পর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে বিশেষজ্ঞ একটি চিকিৎসাদল নেপালে থেকে যাবে।
গতকাল শনিবার নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ২০০ এবং আহত হয়েছে চার হাজার ৭১৮ জন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। ধসে গেছে দেশটির অনেক ভবন। বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে।