ভূমিকম্প আতঙ্কে একজনের মৃত্যু, আহত তিন শতাধিক
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার দুপুর ১টা ৯ মিনিট ৮ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। গতকালের মতো আজও ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে। নেপালে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।
ভূকম্পনে আতঙ্কিত হয়ে শেরপুরে এক বৃদ্ধ মারা গেছেন। তৈরি পোশাক কারখানা, বিদ্যালয়সহ বিভিন্ন ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শিক্ষার্থীসহ তিন শতাধিক আহত হয়েছে। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর :
কাকন রেজা, শেরপুর : ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে শেরপুর সদর উপজেলায় হায়দার আলী নান্নু (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের বেতমারী গ্রামে এ ঘটনা ঘটে। ভূমিকম্পের সময় ভয় পেয়ে হায়দার আলী চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জাহিদুর রহমান, সাভার : ভূকম্পন অনুভূত হওয়ার পর সাভারের একটি পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন শতাধিক শ্রমিক। তাঁদের বেশির ভাগই নারী। সাভারের উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের বহুতল পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অর্ধশতাধিক শ্রমিককে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাসির আহমেদ, গাজীপুর : ভূমিকম্পে গাজীপুরে বিভিন্ন গার্মেন্টস ভবনের ফাটলের গুজবে তাড়াহুড়ো করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছে। আহতদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, তায়রুন্নেছা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূকম্পনের পর জেলার বড়বাড়ীর হোপ লোম, ভোগড়া আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড, মনিপুরের ইউটাহ ফ্যাশন লিমিটেড, মোঘর খাল এলাকার টিএনজেড, কাশিমপুরের মাল্টিফ্যাব, নাওজোড়ের রানা টাওয়ারসহ বিভিন্ন কারখানার আতঙ্কিত শ্রমিকরা তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন। অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জেলার বেশির ভাগ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। হেলে পড়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কয়েকটি পোশাক কারখানার ভবন পরিদর্শন করে।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভূমিকম্পের সময় দুটি বিদ্যালয় থেকে তাড়াহুড়া করে নিচে নামার সময় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। উপজেলার বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন ও তবকপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ৪৭ জনকে উলিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুটি স্কুল ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
সুনামগঞ্জ, দেওয়ান গিয়াস চৌধুরী : ভূকম্পনে জেলায় তাড়াহুড়ো করে দুটি স্কুল থেকে বের হতে গিয়ে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। শহরের সরকারি কালীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হয়। এ সময় বিদ্যালয়ের সামনের দিকে কিছুটা অংশ দেবে যায়। ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, ষোলঘর, কে. বি মিয়া, কালীপুর ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয়।
ভজন দাস, নেত্রকোনা : পর পর দুই দিনের ভূমিকম্পে পাঁচটি ভবনে ফাটল দেখা দেয়। সদর উপজেলার আধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হেলে গেছে। দেখা দিয়েছে ফাটল। মদন উপজেলার জাহাঙ্গীরপুর জামে মসজিদের দেয়ালের পিলার ও টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের দুটি ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ সময় আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে।
অসীম মণ্ডল, সিরাজগঞ্জ : ভূমিকম্পে শহরের এস এস রোডের আলাউদ্দিন বকসের চারতলা ভবনটি সামনের দিকে কিছুটা হেলে পড়েছে। ভবনে ফাটল দেখা দিয়েছে। এ সময় আশপাশের লোকজনের মধ্যে ভবন ধসের আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে এসে পরীক্ষা করেন। ফায়ার সার্ভিস জানায়, বিশেষজ্ঞরা পরীক্ষা করার পর ভবনটির ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ছাড়া চুয়াডাঙ্গা, পঞ্চগড়, ময়মনসিংহ, সিলেটের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন। তবে এসব এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।