১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা এবং ২০০৪ সালে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিসভায় গ্রেনেড হামলা চালিয়ে বর্তমান প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যাচেষ্টা একই সূত্রে গাঁথা।
আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরবে আয়োজিত শোকসভায় বক্তারা এ কথা বলেন।
২১ আগস্ট বর্বরোচিত হামলায় ভৈরবের মেয়ে, মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমান গুরুতর আহত হয়ে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক (সিএমএস) হাসপাতালে মারা যান।
বুধবার বিকেলে ভৈরব পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোকসভায় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী মৌলবাদীদের মদদপুষ্ট ঘাতকরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌম ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল। আর ২০০৪ সালের ২১ আগস্ট শান্তিপূর্ণ সভায় গ্রেনেড হামলা চালিয়ে জাতির জনকের সুযোগ্য উত্তরসূরী, জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে হত্যা করে গণতন্ত্রের স্থায়ী কবর তৈরির অপচেষ্টা চালিয়েছিল। সে হামলায় শেখ হাসিনা আল্লাহর রহমতে বেঁচে গেলেও, মারা যান আইভি রহমানসহ ২৪ নেতা-কর্মী। আহত হয়ে মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন সে সভায় উপস্থিত অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক। বক্তারা এ সময় আইভি রহমানসহ সব নেতা-কর্মী হত্যার বিচার দাবি করেন।
ভৈরব পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. জাকির হোসেন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভার শুরুতে আইভি রহমানসহ সব শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলায়মান, অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু, হাজি সিরাজ উদ্দিন, অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু, অধ্যাপক মো. ফজলুর রহমান, সদস্য সচিব এস. এম. বাকী বিল্লাহ, জাহাঙ্গীর আলম সেন্টু।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের ভৈরব বাজারের কার্যালয়ে আয়োজিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সদস্য সচিব এনামুল হক জাহাঙ্গীর, সদস্য আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ আল আজাদ, পৌর যুবলীগের সভাপতি শাহনোয়াজ গাজী, সাধারণ সম্পাদক মুমিনুল হক লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান লিমন প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ৬টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হয় খতমে কোরআন। সেখানে আসা নেতা-কর্মীরা ধারণ করেন কালোব্যাজ।
সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব থানা সংলগ্ন এলাকায় নির্মিত আইভি রহমান তোরণে কালোব্যাজ ধারণ, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাছ, যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলায়মান প্রমুখ।
আলোচনা শেষে আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
এদিকে আইভি রহমানের বাবার বাড়ি শহরের চন্ডিবেরস্থ গ্রামে ভৈরব-মেন্দিপুর সড়কের চৌরাস্তায় নির্মিত আইভি রহমান চত্বরে সকাল সাড়ে ১০টায় পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর চাচাত ভাই হাজি আমিনুল হকের নেতৃত্বে স্থানীয় লোকজন। পরে স্থানীয় মসজিদের পেশ ইমামের পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। দুপুরে অনুষ্ঠিত দরিদ্র ভোজে শরিক হন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা।
প্রয়াত আইভি রহমান বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার খালা শাশুড়ি।