খালেদা জিয়া নির্বাচনের আগেই পরাজয় মেনে নিয়েছেন: ওবায়দুল কাদের
তিন সিটি করপোরেশন নির্বাচনের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরাজয় মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ পরিদর্শনের সময় সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় চার লেন প্রকল্প এবং কুমিল্লা সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।urgentPhoto
ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার বক্তব্য শুনে মনে হয়েছে তিনি নির্বাচনের আগেই পরাজয় মেনে নিয়েছেন। এমন কতগুলো অভিযোগ এনেছেন, গত নয়টি সিটি করপোরেশন নির্বাচনেও একই অভিযোগ করেছেন। কিন্তু পরে দেখা গেল সাতটি সিটি নির্বাচনে তাঁরা বিজয়ী হয়েছেন। দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। আওয়ামী লীগ একটিতেও জয়ী হতে পারেনি।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমি তাঁকে (খালেদা জিয়া) চ্যালেঞ্জ ছুড়ে মারছি যে তিনি যে অভিযোগ বা অপবাদ দিয়েছেন তাঁকে তথ্য-প্রমাণ নিয়ে প্রমাণ করতে হবে। তথ্য-প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারলে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে তাঁর (খালেদা জিয়া) বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হব।’