এক আসামির বয়স নিয়ে মামলা চলায় পিছিয়েছে চার্জ গঠন
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার আসামি রুবেলের বয়স নির্ধারণ নিয়ে হাইকোর্টে একটি মামলা প্রক্রিয়াধীন থাকায় দ্বিতীয় দফা পিছিয়েছে হত্যা মামলার চার্জ গঠন।
আজ রোববার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মাফরোজা পারভীন মামলার চার্জ গঠন না করে আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
গত ২৮ জুন আদালতে আসামি রুবেল-এর বয়স প্রাপ্তবয়স্ক হিসেবে নির্ধারণ করা হলে আসামিপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আপিলের উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আইনজীবী মো. জিয়াউর রহমান হবিগঞ্জ আদালতে আবেদন করেন হাইকোর্টের সিদ্ধান্তের আগে যেন মামলার চার্জ গঠন না করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ চার্জ গঠন না করে নতুন দিন ধার্য করেন আদালত।
আজ কারাগারে থাকা আসামি আবদুল আলী ওরফে বাগাল, তাঁর ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, হাবিবুর রহমান আরজুর জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে বালুমাটিতে পুঁতে রাখা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৪ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এর সধ্যে বাচ্চু মিয়া নামে একজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এ ছাড়া মামলার মোট পাঁচজন আসামি কারাগারে রয়েছেন।