সুরিটোলা স্কুল কেন্দ্রে ভাঙচুর, ভোট স্থগিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বংশালের সুরিটোলায় একটি ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন প্রিসাইডিং অফিসার। আজ মঙ্গলবার সকাল ৮টায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সাড়ে ৯টার দিকে ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কারা ভাংচুর করেছে, তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।urgentPhoto
ক্ষুব্ধ কয়েকজন ভোটার জানিয়েছেন, সুরিটোলা মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট চলার সময় একপর্যায়ে এর ফটক বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পারায় নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায়, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামও ভাঙচুর করা হয়েছে।
ভাংচুরের ঘটনার পর কেন্দ্রের বাইরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। বিজিবির একটি গাড়িও সেখানে গেছে।
কয়েকজন জানান, এ সময় ভোটকেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। বিক্ষুব্ধরা তাঁর গাড়িকে ধাওয়া দেয়। এ ব্যাপারে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।