৫০০ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়েছে: বিএনপি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ৫০০টি কেন্দ্র থেকে দলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে বিএনপি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ক্ষমতাসীন দলের লোকেরা ৫০০ কেন্দ্র থেকে তাদের সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টকে বের করে দিয়েছে। সোমবার সকালে ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার বলেন, তাঁদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি সমর্থিত প্রার্থীর কোনো পোলিং এজেন্ট ছাড়াই ঢাকার ৫০০ কেন্দ্রে ভোট গ্রহন চলছে। বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টকে অনেক কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি।
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১০ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে মাসুদ আহমেদ তালুকদার এসব অভিযোগ করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আরো অভিযোগ করেন, প্রিজাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা আওয়ামী লীগের কর্মীদের মতো আচরন করছেন। প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রায় সব ভোট কেন্দ্রেই নিরব জঙ্গিবাদ চলছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচন পর্যবেকরাও ক্ষমতাসীন দলের কর্মীদের মতো আচরন করছেন।
মাসুদ আহমেদ তালুকদার আরো বলেন, ক্ষমতাসীন দলের কর্মীদের বাঁধার মুখে সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে পারছেন না। আবার ভোটকেন্দ্রে যেতে নিরাপদ বোধ করছেন না অনেক ভোটার।