পঞ্চগড়ে পাসপোর্ট কার্যালয়ে চুরি, ২ কর্মচারী আটক
পঞ্চগড় পাসপোর্ট কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে কে বা কারা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ওই কার্যালয়ের বায়োএন্ড্রোলমেন্ট কক্ষের জানালার গ্রিল ভেঙে ক্যামেরা নিয়ে যায়। এ সময় অন্যান্য যন্ত্রপাতি টানাহেচড়া করে।
এ ঘটনায় আজ সোমবার দুজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন পাসপোর্ট কার্যালেয়র নৈশ প্রহরী নূর নবী ও পরিচ্ছন্নকর্মী আবদুল মান্নান।
বর্তমানে পাসপোর্টের যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে আইটি বিভাগের কর্মকর্তারা এলে কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমিন।
রুহুল আমিন জানান, রোববার রাতে কার্যালয়ের কক্ষের জানালার ছিটকিনি ভেঙে কে বা কারা দুটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। প্রতিদিনের মতো গতকাল রাতেও নৈশ প্রহরী নূর নবী ও ঝাড়ুদার আবদুল মান্নান কার্যালয়েই অবস্থান করেন। সোমবার সকালে কক্ষের তালা খুলে কার্যালয়ের এ অবস্থা দেখে পুলিশকে জানানো হয়।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট, পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চুরির ঘটনায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মচারীকে আটক করা হয়েছে। পাসপোর্ট কর্তৃপক্ষ অভিযোগ দাখিল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।