কেন্দ্র দখল নিয়ে আ.লীগের দুই প্রার্থীর সংঘর্ষ, ভোট স্থগিত
ভোটকেন্দ্র দখলের জের ধরে ঢাকার উত্তর কাফরুলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
এ বিষয়ে নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার সমর্থিত মতিউর রহমানের পোলিং এজেন্টদের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এর জের ধরে কয়েকটি ব্যালট বাক্স ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে সেখানে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক, প্রিসাইডিং কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশের দুটি বন্দুকও ভাঙচুর করে হামলাকারীরা। ঘটনাস্থল থেকে পুলিশ রানা নামের এক যুবককে আটক করছে।
এ ঘটনায় আহত প্রিসাইডিং অফিসার মাজহারুল ইসলাম বলেন, ‘আমি ওয়াশরুম থেকে বের হয়ে এখানকার কেন্দ্রগুলো ঘুরে দেখছিলাম। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।’ তবে কে বা কারা সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
ঘটনার পরপর এ কেন্দ্রে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। সংঘর্ষের পর থেকে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।