মা হারালেন এমপি হাবিবে মিল্লাত
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্নার মা মল্লিকা জান বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মল্লিকা জান বেগম মারা যান। তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই মরহুমার লাশ সিরাজগঞ্জ শহরে নিজবাড়িতে নিয়ে আসা হবে।
এদিকে, মল্লিকা জান বেগমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল ইসলাম সজল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, বর্তমান সাধারণ সম্পাদক মো. একরামুল হক, সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার রায়হান রক্তিম, সাধারণ সম্পাদক টি এম কামাল, পৌর যুবলীগের আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, পৌর ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক আহসান হাবিব খোকা, সালেহা ইসহাক সরকারি বালিকা বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েসনের সভাপতি মিতালী হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুমানা ইয়াসমিন শাওন, সলঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনজেল হক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সদর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার রক্তিম, সহ-সভাপতি কাইয়ুম আহম্মেদ পান্না, কামারখন্দ উপজেলা ছাত্রলীগের নেতা তারিকুজ্জামন লিওন, বহুলি ইউনিয়ান ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।