রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/31/photo-1472634883.jpg)
স্কুলছাত্রী রিশা হত্যা মামলার আসামি ওবায়দুলকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনটিভি
রাজধানীতে স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাতে নীলফামারীর ডোমার থানা পুলিশ ওবায়দুলকে গ্রেপ্তার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আহমেদ এনটিভিকে বিষয়টি জানিয়েছেন।
গত ২৪ আগস্ট রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে রিশার মৃত্যু হয়।
এ ঘটনায় রিশার মা তানিয়া আহমেদ বাদী হয়ে ওবায়দুল খানের বিরুদ্ধে মামলা করেন।
এরপর আসামি ওবায়দুল খানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ওবায়দুলকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।