শহীদ কাদরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে
কবি শহীদ কাদরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের জনগণ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন।
এর আগে আজ বুধবার সকালে নিউইয়র্ক থেকে কবির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। কবির সঙ্গে এসেছেন তাঁর স্ত্রী নীরা কাদরী।
এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল, প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নাল আবেদিন, গণসংহতি আন্দোলনের পথিকৃত জোনায়েদ সাকি, কবি আবদুস সামাদ, কবি আবদুল হাকিম আবীর, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার প্রমুখ।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে কবিকে।
গত রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন শহীদ কাদরী। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ ও জ্বর নিয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
১৯৪২ সালের ১৪ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন শহীদ কাদরী। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে ‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘কোথাও কোনো ক্রন্দন নেই’, ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’।
১৯৭৮ সাল থেকে শহীদ কাদরী প্রবাসী। প্রথমে জার্মানি, পরে যুক্তরাজ্যে বসবাস করেন তিনি। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি।
শহীদ কাদরী ১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ সালে একুশে পদকে ভূষিত হন।