পঞ্চগড়ে উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৪
পঞ্চগড়ে পৃথক অভিযানে বোদা উপজেলা জামায়াতের আমির হাফেজ মো. মজাহারুল ইসলামসহ (৪৪) চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার বিকেলে জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।
আটোয়ারী উপজেলার সাতখামার ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক মো. মজাহারুল ইসলাম ছাড়া আটক হওয়া অন্য তিনজন হলেন পঞ্চগড় সদর উপজেলায় রেজাউল করিম ও নুর হোসেন এবং তেঁতুলিয়া উপজেলার আব্দুর রহমান।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, জামায়াতের ডাকা হরতাল ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সাতখামার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে মো. মজাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম মুমিন জানান, হরতালে নাশকতার আশঙ্কায় গতকাল রাতে সদর উপজেলায় অভিযান চালিয়ে শিবিরকর্মী রেজাউল করিম ও নুর হোসেনকে আটক করা হয়।
তেঁতুলিয়া থানার ওসি স্বরেশ চন্দ্র রায় জানান, নাশকতার আশঙ্কায় গতকাল রাতে উপজেলায় অভিযান চালিয়ে শিবিরকর্মী আব্দুর রহমানকে আটক করা হয়।