সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাইয়ের ইন্তেকাল
চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা শরীফ উদ্দিন কাদের চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। আজ বুধবার সকাল ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসংযোগ কর্মকর্তা শামসুদ্দিন দিদার ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ আসরের নামাজের পর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে শরীফ উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর মরদেহ চট্টগ্রামে তাঁর গ্রামের বাড়ি নেওয়া হবে। সেখানে আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর মহসিন কলেজ মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর গ্রামের বাড়ি রাউজানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
শরীফ উদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।