সরকারি হাসপাতালের কর্মচারীকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্বশত্রুতার জের ধরে সাইফুজ্জামান সমাদ্দার (৫৫) নামের সরকারি হাসপাতালের এক কর্মচারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার চরমাটলা গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুপুরে জমির ফসল দেখতে বাড়ি থেকে বের হলে পথের মধ্যে সাইফুজ্জামান সমাদ্দারকে ধরে হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
নিহত সাইফুজ্জামান সমাদ্দারের বাড়ি কাশিয়ানী উপজেলার মাটলা গ্রামে। তিনি সদর উপজেলার গোপীনাথপুর ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে মালী হিসেবে কাজ করতেন।