লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
নিরাপদ সড়কের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমির (উচ্চ বিদ্যালয়ের) শিক্ষার্থীরা আজ বুধবার মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার মোটরসাইকেলচাপায় এক শিক্ষার্থী আহত হওয়ার পর তারা বিদ্যালয়ের সামনে রামগতি-লক্ষ্মীপুর সড়কে গতিরোধক নির্মাণের দাবি জানিয়েছে।
বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে গতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে শিগগিরই গতিরোধক নির্মাণ করা উচিত।
গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে সুমি আক্তার নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।