হিলিতে ফেনসিডিলসহ তিন যুবক আটক
দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার ভোরে সীমান্তের চণ্ডিপুর ও চেংগ্রাম এলাকা থেকে হিলি সিপি বিওপি ও আটাপাড়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এদের আটক করেন।
এঁরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেড়ামালিয়া গ্রামের রিপন (২২), একই উপজেলার বড় মাগুরিয়া গ্রামের সুলতান (৩০) এবং হাকিমপুর উপজেলার চণ্ডিপুর গ্রামের মোস্তাকিন (২৫)।
হিলি সিপি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন যুবককে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের কাছ থেকে প্রায় ৬০০ বোতল সমপরিমাণ তরল ফেনসিডিল উদ্ধার করা হয়।