অসৎ উদ্দেশ্যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিটি নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাইছে, তাদের অসৎ উদ্দেশ্য আছে। একই সঙ্গে তিনি বলেন, যেসব ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে। বুধবার সন্ধ্যায় গণভবনে ঢাকা সিটির নবনির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ—এ দুই সিটির নবনির্বাচিত দুই মেয়র প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় নতুন মেয়র আনিসুল হক ও সাঈদ খোকনের পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীর নেতারা, মন্ত্রিপরিষদের সদস্য আর বিশেষ করে সিটি নির্বাচনে দায়িত্ব থাকা দলের নেতারা মুহুর্মুহু করতালিতে দুই মেয়রকে অভিনন্দন জানান। এ সময় নবনির্বাচিত দুই নগরপিতা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সব দিক মিলিয়ে এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু পরিবেশে হয়েছে, কিছু কিছু ঘটনা ছাড়া। যেসব জায়গায় যেসব ঘটনা ঘটেছে, সেগুলো অবশ্যই আমরা তদন্ত করব, আমরা খতিয়ে দেখব। লাখ লাখ ভোট পেয়ে তার পর বলে কারচুপি। অভিযোগ দেওয়ার উদ্দেশ্য আর কিছুই নয়, জনগণের গণতান্ত্রিক যে চেষ্টা, সেটাকে হরণ করা এবং এর উদ্দেশ্য কী, তা-ও আমার জানা আছে।’
‘যেহেতু জঙ্গিবাদ-সন্ত্রাসবাদী-নাশকতাকারীদের বিজয় হয় নাই, কাজেই এটা গণতন্ত্রের বিজয়,’ বলেন প্রধানমন্ত্রী।
এর আগে সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভবিষ্যতে নির্বাচনকে আরো স্বচ্ছ করতে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম, অর্থাৎ প্রযুক্তি ব্যবহারে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদের পক্ষ ছেড়ে গণমাধ্যমকে শান্তি ও নিরাপত্তার পথে থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ ২৯ এপ্রিল-২০১৫, বুধবার গণভবনে সাক্ষাৎ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় প্রধানমন্ত্রীও তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত দুই মেয়র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বক্তব্যের শুরুতেই তাঁর বাবা ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘নেত্রী, আপনি আমার পিতা। আপনিই আমার অভিভাবক। আপনি (শেখ হাসিনা) আমার জন্য যা করেছেন, আমার তো দেওয়ার কিছু নাই। আমি শুধু আপনাকে দোয়াটুকু দিতে পারি।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘আপনি যদি আমার পাশে দাঁড়ান...। তাহলে আমার মনে হয়, যেভাবে আপনি বাংলাদেশের জন্য সবকিছুকে অনেক সময় ওভাররুলড করে কাজ করছেন, সেই শক্তিতে আমরা আমাদের সততা, আমাদের স্পৃহা, আমাদের সিনসিয়ারিটির (আন্তরিকতা) শক্তিতে আমরা কাজ করার চেষ্টা করব।’