মোটরসাইকেলের চাকায় আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
পঞ্চগড়ে মোটরসাইকেলের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে পড়ে গিয়ে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। আজ রোববার বোদা উপজেলার বোদা-বড়শশী সড়কের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা আক্তার উপজেলার বড়শশী ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
রিনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী মনোয়ার হোসেন মানিকের মোটরসাইকেলে করে স্কুল থেকে বেতনের টাকা তুলতে উপজেলা সদরে যাচ্ছিলেন রিনা আক্তার। পথে মোটরসাইকেলের চাকায় শাড়ির আঁচল জড়িয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম মাহবুব-উল আলম রিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার পথেই রিনা আক্তারের মৃত্যু হয়।