শরীয়তপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৫ পালিত

‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার তারাবনিয়ায় পালিত হলো জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৫।
গতকাল বুধবার বিকেলে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ভেদরগঞ্জের উত্তর তারাবনিয়া পদ্মাপাড়ে জেলে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে জাটকা সংরক্ষণের উপকারিতা জেলেদের সামনে তুলে ধরা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শওকত আলী, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন মাঝি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহাম্মেদ মাসুম ও উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান। এ সময় উপজেলার সব ইউপি চেয়ারম্যানসহ জেলেরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি নৌ-র্যালিও বের করা হয়।