সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার ভোরে সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যু মেজো বাহিনী। তিন দিনের মধ্যে প্রত্যেক জেলের জন্য ২০ হাজার টাকা করে মুক্তিপণ চেয়েছে তারা।
অপহৃত জেলেদের বাড়ি মংলার সোনাইলতলা ও ভাণ্ডারিয়া এলাকায়।
হাড়বাড়িয়া এলাকা থেকে ফিরে আসা জেলে ও মহাজন জানান, আজ বৃহস্পতিবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ক্যাম্পসংলগ্ন পাঙ্গাশিয়া-আগাখাল এলাকায় পাটাজাল পেতে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় ওই এলাকায় জেলেবহরে হামলা চালায় বনদস্যু মেজো বা মাইজ্যা বাহিনী। সশস্ত্র ডাকাত দল জেলেদের মারধর করে বেশ কয়েক মণ মাছসহ অন্যান্য মালামাল লুটে নেয়। তারা বিভিন্ন নৌকা থেকে সাত জেলেকে অপহরণ করে।
জেলেরা আরো জানান, দস্যুরা প্রত্যেক জেলের জন্য ২০ হাজার টাকা করে মুক্তিপণ চেয়েছে। সময় দিয়েছে তিন দিন।
এদিকে, অপহরণের খবর পেয়ে বন বিভাগের হাড়বাড়িয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে বন প্রহরীরা আজ বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান শুরু করেছেন।