বনানীতে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলি, আহত ১০
রাজধানীর বনানী সুপারমার্কেটে উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এ ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহীনুর রহমান বলেন, ‘ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে বনানী সুপারমার্কেটে উচ্ছেদ অভিযান চালাতে যায়। এ সময় বনানী সুপারমার্কেটের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের কথাকাটাকাটি হয়। ব্যবসায়ীরা সবাই মিলে ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে গুলি করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। এরপরই পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।’
পরিদর্শক জানান, আহত ১০ জনের সবাইকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেলে ভর্তি চারজন হলেন পিঠে গুলিবিদ্ধ আবদুল হালিম (৩৫), বাঁ হাতে গুলিবিদ্ধ আলমগীর (৩৬), কপালে গুলিবিদ্ধ জামাল হোসেন (৩০) ও মাথায় গুলিবিদ্ধ মিন্টু সরকার (২৮)। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এঁদের পরিচয় নিশ্চিত করেছেন।