নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানি টেক্সটাইল মিলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা শহরের লোকাল বাসস্ট্যান্ড কলোনি এলাকার বাসিন্দা আফজাল হোসেন (৩০) ও দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ধরনী কান্ত রায় (২২)। আহত শ্রমিকের নাম বিশ্বনাথ রায় (৩০)। তিনি জেলার সদর উপজেলার টুপামারী গ্রামের বাসিন্দা। বিশ্বনাথকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনই ইপিজেডের শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন সকালে আলাদা বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল দ্রুতি নামের একটি যাত্রীবাহী বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। ওই স্থানে বাসটি একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বাইসাইকেলের ওই তিন আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সৈয়দপুরের অদূরে আফজাল হোসেন মারা যান। আর রংপুরে পৌঁছানোর পর মারা যান ধরনী কান্ত রায়।