মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাগুরাইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল শেখ (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নিজ গ্রামে বাঁশ কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
কোনো ময়নাতদন্ত ছাড়াই বিকেলে দুলালের লাশ দাফন করা হয়। পুলিশ এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে। দুলাল একজন দিনমজুর। তিনি এক ছেলে এক মেয়ের জনক।
নিহত দুলালের ভাই হেলাল শেখ জানান, দুলাল সকালে প্রতিবেশী তসলিমের বাড়িতে কাজ করতে যান। সাড়ে ৯টার দিকে তিনি বাড়ির পাশের বাগান থেকে বাঁশ কাটছিলেন। এ সময় সেখান দিয়ে বিদ্যুতের তারে বাঁশ হেলে পড়ে। এতে দুলাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজন ও স্থানীয়রা দুলালকে দ্রুত স্থানীয় উথুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে জানিয়ে তাঁর লাশ বাড়িতে আনা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে দুলালকে এলাকাতেই দাফন করা হয় বলে জানান হেলাল।
উথুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখানে আনার আগেই দুলালের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু সনদপত্রে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করলেও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বিষয়টি কেউ তাঁকে জানায়নি। তাই কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখা হচ্ছে বলেও জানান ওসি।