হবিগঞ্জে চার শিশু হত্যায় আটজনের বিচার শুরু
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আট আসামির বিচার শুরু হলো।
আজ বুধবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে এই অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে আগামী ২৬ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
আসামিরা হলেন- আবদুল আলী ওরফে বাগাল, তাঁর ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, হাবিবুর রহমান আরজু, সায়েদ মিয়া, বেলাল মিয়া, উস্তার মিয়া ও বাবুল মিয়া। এদের মধ্যে বেলাল, উস্তার ও বাবুল পলাতক।
মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, এই মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতকে দায়িত্ব দিয়েছেন জেলা জজ। এর আগে গত ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের নির্ধারিত তারিখে মামলাটির দায়িত্ব জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতকে দেওয়া হয়। তিনি আরো জানান, এ ছাড়া মামলার আসামি আরজু মিয়া জামিনের আবেদন করলে জেলা জজ জামিন নাকচ করেন। অপর আসামি সায়েদ মিয়া অভিযোগ থেকে তাঁর নাম বাদ দেওয়ার আবেদনও নাকচ করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে বালুমাটিতে পুঁতে রাখা তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অন্য এক আসামি বাচ্চু মিয়া র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন।