বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে জলদস্যুদের আত্মসমর্পণ
সুন্দরবন এলাকার দুই জলদস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ সদস্য বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছেন।
নগরীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮-এর কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দস্যুরা আত্মসমর্পণ করেন।
র্যাব জানায়, শান্ত বাহিনীর প্রধান মো. বারেক তালুকদার শান্ত ও আলম বাহিনীর প্রধান মো. আলম সরদারসহ ১৪ জলদস্যু স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আত্মসমর্পণ করেছেন। এ সময় তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও এক হাজার আট রাউন্ড গোলাবারুদ সোপর্দ করেন।
দস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যাঁরা দস্যুবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন, তাঁদের সব ধরনের আইনানুগ সহযোগিতা করা হবে। যাঁরা এখনো জঙ্গিবাদ, জলদস্যু, বনদস্যুসহ অন্য অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন, তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসুন।’
সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও জনবল বাড়ানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র্যাবের মহপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার আরিফ খান, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, শেখ মো. টিপু সুলতান ও র্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ।