রাজধানীতে হেলে পড়েছে বহুতল ভবন
রাজধানীর ধলপুর লিচুবাগান এলাকায় একটি সাততলা ভবন হেলে পড়েছে। বিপজ্জনক মনে হওয়ায় ভবনটি সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে রয়েছেন ফায়ার সার্ভিস, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, শুক্রবার সকালে লিচুবাগান এলাকায় ৩৫/৫ নম্বর ভবনটি হেলে পড়ে। ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘কী কারণে ভবনটি হেলে পড়েছে, আমরা এখনো জানতে পারিনি।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
এসআই মাহবুব জানান, হেলে পড়া ভবনটির পাশে আরেকটি বহুতল ভবন রয়েছে। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশও কেঁপে ওঠে। এর পর আরো কয়েক দফায় মাঝারি মাত্রার ভূমিকম্প ঢাকাসহ সারা দেশে অনুভূত হয়।