বাধা হতে পারত জেনেই সেনা মোতায়েন হয়নি : হান্নান শাহ
সরকারের ‘প্রহসনের’ নির্বাচনে সেনাবাহিনী ‘বাধা’ হতে পারত, আর এ কারণে তাদের মোতায়েন করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ।
urgentPhoto
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা) আয়োজিত ‘সিটি নির্বাচন : গণতন্ত্রের নিরুদ্দেশ যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
হান্নান শাহ বলেন, ‘নির্বাচন নয়, একটি প্রহসন পরিণত করার জন্য যে পরিকল্পনা করেছিল সেটা বাস্তবায়ন করার জন্য একটা মাত্র বাধা তখন এসেছিল। সেটা ছিল সেনাবাহিনী তখন যদি মোতায়েন করা হতো। সেটা তারা করতে দেয় নাই। এই নির্বাচনের ভিকটিম হলো গণতন্ত্র। শেখ হাসিনার অধীনে স্বাধীনভাবে বা সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, জাল ভোট, কেন্দ্র দখল, অনিয়ম আর র্যাব-পুলিশের মাধ্যমে সরকারদলীয় প্রার্থীরা জিতলেও বিএনপির নৈতিক বিজয় হয়েছে। তারা জনগণের আস্থা অর্জন করেছে। আর এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
হান্নান শাহ আরো বলেন, একদলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাওয়া আওয়ামী লীগ জনগণের মন থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দিতে চায়, এ কারণে তাঁর সমাধিস্থলের টাইলস খুলে ফেলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।