২০৪১ সালের মধ্যে উন্নত দেশ : জয়
তরুণ নেতৃত্বের হাত ধরে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় স্থান করে নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ শনিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ইয়ং বাংলা আয়োজিত 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে জয় এ কথা বলেন।
জয় বলেন, ‘যারা শুধু নিজেকে নিয়ে না ভেবে, বাংলাদেশকে নিয়ে ভাবে, দেশের মানুষকে নিয়ে ভাবে- তাদের ওপরই নির্ভর করছে ভবিষ্যতের বাংলাদেশ।’ তিনি বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ হচ্ছে তরুণদের হাতে। আসুন আমরা এক সাথে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাই।’
এর আগে তরুণদের ব্যবাসায়িক উদ্যোগ, সামাজিক উন্নয়নমূলক পদক্ষেপ ও উদ্ভাবনী অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে ৩০ জন বিজয়ীর হাতে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন জয়। এ ছাড়া তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয় ল্যাপটপ।