টাকার পেছনে ঘুরবেন না, আইনজীবীদের প্রধান বিচারপতি
টাকার পিছনে না ঘুরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে নতুন আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ শনিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
urgentPhoto
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘টাকার পেছনে ঘুরবেন না। টাকাকে বড় করে দেখবেন না। আগে আইনজীবী হওয়া, মানুষ হওয়া। মানি উইল রান আফটার ইউ। এখন ক্রুশিয়াল টাইম। দেখবেন, আপনাদের সাথে একজন গাড়ি দৌড়াচ্ছে। ডোন্ট গো। আর এটা যদি হয়, তাহলে কোনোদিন আপনি আইনজীবী হবেন না।’
প্রধান বিচারপতি আরো বলেন, টাকার পিছনে না দৌড়ে আইনজীবী হিসেবে নিজের যোগ্যতা বাড়াতে হবে এবং বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আর যোগ্যতা বাড়াতে আইন বিষয়ে লেখাপড়ার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
২০১০ সালে বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে অ্যানরোলমেন্ট পাওয়া দুই হাজার ৭২০ জন আইনজীবীকে এ বছর সনদ দেওয়া হয়। এর আগে তাঁদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।
এ সময় বাংলাদেশ বার কাউন্সিলের অ্যানরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।