মুক্তিযোদ্ধা আকবর হোসেনের ইন্তেকাল
মাগুরার মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়া (৮৮) আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রোববার বেলা ১১টায় নিজ গ্রাম শ্রীপুর উপজেলার খামারপাড়া স্কুলমাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।
মুক্তিযুদ্ধে মাগুরার শ্রীপুর বাহিনীর প্রধান ছিলেন আকবর হোসেন। তিনি শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবউল্লাহ কুটির বাবা। হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার থেকে তিনি যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়াত আলী, মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম ওহাব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসের বাবলু, সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি কবির মুরাদসহ অনেকে গভীর শোক জানিয়েছেন।