সিরাজগঞ্জে শিবির সন্দেহে একজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার রানীনগর এলাকায় ইসলামী ছাত্রশিবিরের নেতা সন্দেহে শামীম রেজা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-নাগরবাড়ি মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, শামীম সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতায় জড়িত থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শামীমের নামে কয়েকটি মামলা আছে।