ঘুরতে যাওয়ার কথা বলে প্রেমিকাকে গণধর্ষণ

বাগেরহাটের রামপাল উপজেলায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে আটক প্রেমিকসহ ছয়জন। ছবি : আবু হোসাইন সুমন
বাগেরহাটের রামপাল উপজেলায় ঘুরতে যাওয়ার কথা প্রেমিকাকে গণধর্ষণ করেছে প্রেমিক ও তার পাঁচ সঙ্গী। ঈদের দিন গতকাল মঙ্গলবার রাতে উপজেলার উড়াবুনিয়া এলাকায় চিংড়িঘেরের একটি ঘরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কথিত প্রেমিকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ওই নারী থানায় অভিযোগ করেন। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, রামপাল সদরের উড়াবুনিয়া গ্রামের মুক্ত সরদার ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন। ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে ওই নারীকে বাড়ি থেকে ডেকে আনেন মুক্ত সরদার। রাতে তাঁকে স্থানীয় একটি চিংড়িঘেরের ঘরে নিয়ে যান তিনি। পরে মুক্ত সরদারসহ ছয়জন ওই নারীকে ধর্ষণ করেন। মুক্ত সরদার ও তাঁর সঙ্গীরা ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।