কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদী সংবাদ সম্মেলন
মুক্তিযুদ্ধের গেরিলা হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘর হলরুমে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে হেমায়েত উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পড়েন মুক্তিযোদ্ধা আবদুল কালাম আজাদ। তিনি বলেন, বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার আবদুল মালেক মিথ্যা বক্তব্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন। মুক্তিযুদ্ধ চলাকালে আহত না হয়েও তিনি যুদ্ধাহত ভাতা নিচ্ছেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়ায় টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তিনি হেমায়েত বাহিনীর বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সরদার আবদুল মালেকের বক্তব্য যাচাই বাছাই না করে স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করার তীব্র নিন্দা জানানো হয়। এ ছাড়া আবদুল মালেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিও জানান মুক্তিযোদ্ধা আবুল কালাম।
সংবাদ সম্মেলনে হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর, বিআরডিবির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়াসহ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।