অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১৭ জন আটক
বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে সাতক্ষীরার দেবহাটার টাউন শ্রীপুর সীমান্তে ১৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের উপপরিচালক নজির হোসেন অভি জানান, বিজিবির টাউন শ্রীপুর ক্যাম্প কমান্ডার সুবেদার শামসুল আলমের নেতৃত্বে একটি টহল দল আজ সকালে দেবহাটার কুলিয়া সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁরা ১৭ বাংলাদেশিকে প্রবেশ করতে দেখে আটক করেন। আটক ব্যক্তিরা বিজিবির কাছে স্বীকার করেছেন যে কয়েক মাস আগে তাঁরা চোরাই পথে ভারতে গিয়েছিলেন। এ সময় পাচারকারীরা তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। ফিরে আসার সময়ও তারা টাকা নিয়ে সটকে পড়ে। আটক ব্যক্তিদের দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।