দুই মামলায় আব্বাসের জামিন শুনানি ২৪ মে
পল্টন ও মতিঝিল থানার দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন শুনানির দিন আগামী ২৪ মে নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ সোমবার সকালে আব্বাসের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ এই আদেশ দেন।
শুনানিতে মির্জা আব্বাসের পক্ষে অংশ নেন ব্যারিস্টার এহসানুর রহমান ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।urgentPhoto
এ ব্যাপারে ব্যারিস্টার এহসানুর বলেন, ‘আমাদের সিনিয়র আইনজীবীরা বার কাউন্সিলের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় শুনানিতে অংশ নিতে পারছেন না। এ জন্য আমরা সময় আবেদন করেছি। আদালত ২৪ মে শুনানির দিন ধার্য করেছেন।’
গত ২৭ এপ্রিল মির্জা আব্বাসের জামিন শুনানির জন্য এক সপ্তাহের সময় আবেদন মঞ্জুর করে ৪ মে জামিন শুনানির দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্টের দুটি বেঞ্চ।
গাড়ি পোড়ানোর দুই মামলায় জামিন আবেদনের ওপর হাইকোর্টের বিভক্ত আদেশের পরিপ্রেক্ষিতে গত ২৬ এপ্রিল একক বেঞ্চ গঠন করা হয়। গত ১৫ এপ্রিল মামলা দুটিতে আগাম জামিন আবেদনের শুনানিতে বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী বিএনপি নেতা মির্জা আব্বাসের তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন আবেদন খারিজ করে দিলে হাইকোর্ট এ বিষয়ে একক বেঞ্চ গঠন করেন। গত বছর ২৯ ডিসেম্বর পল্টন এবং এ বছর ৫ জানুয়ারি মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট গ্রহণ করা হয়। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার চালালেও গ্রেপ্তার আতঙ্কে মির্জা আব্বাস প্রকাশ্যে আসতে পারেননি।