সাতক্ষীরায় ‘সহিংসতা পরিকল্পনা’, গ্রেপ্তার ৬৬
নাশকতা ও সহিংসতা পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত জামায়াত-শিবিরের ১০ জনসহ ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৩৪ জনকে অপরাধের মাত্রা বিবেচনায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে সহিংসতা ছাড়াও মাদক পাচার, মাদক গ্রহণ, ভারতীয় পণ্য বেচাকেনা, ছিনতাইসহ অন্যান্য অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
এসআই জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ২৭ জন, তালা থানার নয়জন, আশাশুনি ও দেবহাটা থানার ছয়জন করে ১২ জন; কালীগঞ্জ, শ্যামনগর ও পাটকেলঘাটা থানার পাঁচজন করে ১৫ জন এবং কলারোয়ার তিনজন রয়েছে।