ঢাবি ছাত্রকে হুমকি, চাঁদা নিতে গিয়ে পুলিশ আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার সময় শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল দত্তকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে প্রক্টরের সহযোগিতায় তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ওই এএসআইকে শাহবাগ থানা থেকে প্রত্যাহার করে উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।
প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ ও তাঁর বান্ধবী গত শনিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় টহলরত অবস্থায় রিয়াদকে বিভিন্ন প্রশ্ন করেন এএসআই শ্যামল দত্ত। তিনি রিয়াদের মুঠোফোন ছিনিয়ে নেন এবং সিম ফেরত দিয়ে নম্বর নেন। এএসআই শ্যামল গত রোববার দিনে বেশ কয়েকবার রিয়াদকে ফোন দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। পরে ওই ছাত্র রাজী হয়ে শ্যামলকে টিএসসিতে আসতে বলেন। এএসআই শ্যামল রাত দেড়টার দিকে টিএসসির সামনে এলে রিয়াদ অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাঁকে ধরে প্রক্টরের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষণিক এএসআই শ্যামলকে ক্লোজড (প্রত্যাহার) করেছি। পরে তাঁকে ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আমি তাঁর বিষয়ে রিপোর্ট দিয়েছি। বাকি ব্যবস্থা ডিসি অফিস নেবে।’