আল-কায়েদার দাবি নিয়ে অজয় রায়ের সন্দেহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/04/photo-1430761015.jpg)
লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। কিন্তু এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন অভিজিৎ রায়ের বাবা অজয় রায়। বিষয়টি তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রকৃত দায়ী ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
আজ সোমবার বার্তা সংস্থা ইউএনবিকে অজয় রায় বলেন, আল-কায়েদার এ দাবি স্থানীয় তদন্ত সংস্থার দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটি কৌশলগত চেষ্টা। তবে তিনি আশা করেন প্রকৃত দায়ী ব্যক্তিরা অবশ্যই আটক হবে।
অজয় রায় বলেন, 'আমি জানতে পেরেছি তদন্ত সংস্থা এ হত্যার সঙ্গে জড়িত কয়েকজন দুষ্কৃতকারীকে চিহ্নিত করেছে। আশা করছি দ্রুতই তারা আটক হবে।'
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ হত্যাকাণ্ড তদন্ত করছে। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন।
ঘটনার পরের দিন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্ত ভার দেওয়া হয় পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)।
গত শনিবার এক ভিডিও বার্তায় অভিজিৎ রায়কে ধর্মদ্রোহী আখ্যা দিয়ে তাঁকে হত্যার দায় স্বীকার করে আল-কায়েদার ভারতীয় শাখা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টের (একিউআইএস) নেতা অসীম উমর। একই ভিডিওতে ব্লগার আহমেদ রাজীব হায়দার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম লিলনকে হত্যার দায়ও স্বীকার করে ওই সংগঠন।
বিশ্বজুড়ে জঙ্গি হামলার ঝুঁকি পর্যবেক্ষণকারী মার্কিন প্রতিষ্ঠান সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিসের (এসআইটিই) ওয়েবসাইটে ওই ভিডিও বার্তার তথ্য প্রথম প্রকাশিত হয়।